ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

এবার ‘অভাগী’ মিথিলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১৮ জুন ২০২৩   আপডেট: ১২:১৬, ১৮ জুন ২০২৩
এবার ‘অভাগী’ মিথিলা

দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। চাকরির সুবাধে বছরের বিভিন্ন সময় বিভিন্ন দেশে অবস্থান করে থাকেন। বৈবাহিক সূত্রে কলকাতায়ও তার বসবাস। চাকরির পাশাপাশি শিডিউল মিলিয়ে অভিনয়টাও করে যাচ্ছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে কলকাতার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগী’ রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। প্রখ্যাত এই কথাসাহিত্যিকের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘ও অভাগী’। এটি নির্মাণ করছেন কলকাতার অনির্বাণ চক্রবর্তী। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

জন্মের পরই অভাগীর মা মারা যায়। বাবা নদীতে ঘুরে ঘুরে মাছ ধরে। অবহেলা-অযত্নে বড় হতে থাকে সে। বড় হওয়ার পর অভাগীর বিয়ে হয় রসিকের সঙ্গে। কিন্তু সন্তান জন্মের পর রসিক তাকে ছেড়ে চলে যায়। ছেলেকে নিয়েই চলে অভাগীর সংসার। ভীষণ অভাবে দিন কাটে অভাগীর। তার মধ্যে আসতে থাকে নানারকম কুপ্রস্তাব। সিনেমাটির চিত্রনাট্য এমন গল্প নিয়ে সাজানো হয়েছে। আর এই অভাগী চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

নতুন এ সিনেমায় অভিনয়ের তথ্য নিশ্চিত করে মিথিলা বলেন— ‘গল্পটা পছন্দের, অ্যাডাপ্টেশনটাও ভালো লেগেছে। দেখা যাক কি হয়।’

সিনেমাটিতে এমন রূপে দেখা যাবে মিথিলাকে

সিনেমাটিতে মিথিলার স্বামী অর্থাৎ রসিক চরিত্রে দেখা যাবে সায়ন ঘোষকে। সুব্রত দত্তকে দেখা যাবে জমিদারের ভূমিকায়। দেবযানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে জমিদার স্ত্রীর ভূমিকায়। তা ছাড়াও অভিনয় করবেন— কৃষ্ণ, সৌরভ হালদার, ঈশান মজুমদার প্রমুখ।

পরিচালক অনির্বাণ বলেন, ‘‘ও অভাগী’ সিনেমাটি ‘অভাগীর স্বর্গ’ গল্পটি থেকে অনুপ্রাণিত। ষাট বা সত্তরের দশকের গ্রাম্য সমাজের কুৎসিত দিকগুলোর আসল রূপ তুলে ধরা হয়েছে এই সিনেমায়। যদিও মূল গল্পের প্রেক্ষাপট ছিল আরো প্রাচীন। কেন্দ্রীয় চরিত্র হিসেবে বেশ কিছু নতুন চরিত্র যোগ হয়েছে সিনেমাটির চিত্রনাট্যে। মূল গল্পকে বিকৃত না করে নতুন এবং অন্যরকম কিছু তৈরি করাই ছিল আসল চ্যালেঞ্জ।’’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়