ঢাকা     বুধবার   ২২ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

গুচ্ছ ভর্তি পরীক্ষা

রাবিপ্রবিতে উপস্থিতির হার ৭২.৭৮ শতাংশ

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ৪ মে ২০২৪   আপডেট: ১৫:৫২, ৪ মে ২০২৪
রাবিপ্রবিতে উপস্থিতির হার ৭২.৭৮ শতাংশ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার  সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ও দুটি উপ-কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ২ হাজার ৭৪৪ জনের মধ্যে ১ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। উপস্থিতির হার ৭২.৭৮ শতাংশ।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নিখিল চাকমা, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট অধ্যাপক ধীমান শর্মা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড.সেলিনা আখতার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

উল্লেখ্য, আগামী ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

/বিজয়/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়