ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নায়কেরা শরীরের লোম তুলে ফেললে মেয়েদের মতো লাগে: সানি দেওল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৭ আগস্ট ২০২৩   আপডেট: ১১:১৬, ৭ আগস্ট ২০২৩
নায়কেরা শরীরের লোম তুলে ফেললে মেয়েদের মতো লাগে: সানি দেওল

বলিউড অভিনেতা সানি দেওল। তার পরবর্তী সিনেমা ‘গদর টু’। আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমা। বর্তমানে সিনেমাটির প্রচারের কাজে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। এবার বলিউড নায়কদের শরীর নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিলেন তিনি।

আজ তাক-কে দেওয়া সাক্ষাৎকারে সানি দেওল বলেন— ‘যখন দেখি নায়কেরা শরীরের লোম তুলে ফেলছেন, তখন খুব লজ্জা লাগে। কারণ এতে নায়কদেরকে দেখতে মেয়েদের মতো লাগে।’

আরো পড়ুন:

সানি কখনো সিক্স-প্যাক অ্যাবসের পেছনে দৌড়াননি। তার ভাষায়— ‘আমি এই বিষয়গুলো বুঝি না। আমরা অভিনেতা, বডিবিল্ডার নই। অভিনয় করতে এসেছি, শরীর দেখাতে নয়। কিন্তু এখন এমন মানসিকতা হয়েছে যে, অভিনেতা হতে গেলে সুঠাম দেহ হতে হবে বা অভিনেতা হতে গেলে ভালো নাচ জানতে হবে।’

বলিউডের প্রযোজকরাও এই বিষয়গুলো মাথায় রেখে সিনেমা তৈরি করছেন বলে আক্ষেপ প্রকাশ করেন সানি। আবার দর্শকরাও নাকি ফাস্টফুডের মতো তা উপভোগ করছেন। হিন্দি সিনেমা এভাবেই বলিউড হয়ে গিয়েছে বলে মনে করেন তিনি।

আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর: এক প্রেম কথা’। ২২ বছর আগে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত এই সিনেমা। বলিউডের ইতিহাসে সবচেয়ে হিট সিনেমাগুলোর অন্যতম এটি।

দীর্ঘ বিরতির পর নির্মিত হয়েছে ‘গদর টু’। জি স্টুডিও প্রযোজিত এ সিনেমার মূল চরিত্রে দেখা যাবে সানি দেওল ও আমিশা প্যাটেলকে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— গৌরব চোপড়া, লাভ সিনহা, মীর সরওয়ার, রোহিত চৌধুরী প্রমুখ।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়