ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার জানা গেলো পরিণীতির বিয়ের তারিখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২০ আগস্ট ২০২৩   আপডেট: ১২:৩৫, ২০ আগস্ট ২০২৩
এবার জানা গেলো পরিণীতির বিয়ের তারিখ

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কয়েক মাস আগে বাগদান সারেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার হবু বর রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। এবার জানা গেলো, আগামী ২৫ সেপ্টেম্বর সাতপাকে বাঁধা পড়বেন এই যুগল। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছ।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রাজস্থানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন পরিণীতি-রাঘব। গুরুগ্রামে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আরো পড়ুন:

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এটি জমকালো একটি বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। বিয়েতে পরিবার যেসব আনুষ্ঠানিকতা পালন করবে সেসব বিষয় বলতে চাইছেন না পরিণীতি। তার টিম এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিয়ের প্রস্তুতিতে ডুব দেবেন পরিণীতি।’

এর আগে ইন্ডিয়া টুডে জানায়, গত ১৩ মে পারিবারিক আয়োজনে আংটি বদল করেন পরিণীতি-রাঘব। বাগদানের মধ্য দিয়ে সব জল্পনার অবসান ঘটালেন তারা। নয়া দিল্লির কাপুরথালা হাউজে বসেছিল বাগদান অনুষ্ঠানের আসর। দুই পরিবারের সদস্য ছাড়া এ জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এখনো বিয়ে দিন ঘোষণা করেননি পরিণীতি। শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে সাতপাকে বাঁধা পড়বেন পরিণীতি-রাঘব।

বাগদান অনুষ্ঠানের জন্য বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছিল রাঘবের বাড়ি। পরিণীতির বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তার দুই ভাই সহজ আর শিবাঙ্গ। তারা সাদা পোশাকে হাজির হয়েছিলেন। বাগদানের আসরের বাইরে পাতা হয়েছিল রেড কার্পেট। অতিথিদের জন্যই এই ব্যবস্থা। তবে এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া। সকাল সকাল স্বামী নিক জোনাস ও কন্যাকে নিয়ে নয়া দিল্লিতে হাজির হন তিনি।

তাছাড়াও এই অনুষ্ঠানে এসেছিলেন রাজনৈতিক জগতের তাবড় তাবড় ব্যক্তিত্ব। আদিত্য ঠাকরে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।

মার্চ মাসে মুম্বাইয়ের বিলাসবহুল একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘবকে। দুজনে একসঙ্গে ডিনার করতে একটি রেস্তোরাঁয় যান। এসময়ের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোচনায় উঠে আসেন এই জুটি।

ভারতীয় একটি সংবাদ সংস্থার দাবি, দুই জগতের দুই তারকা কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তারা।

পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় এটি। ২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৫০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়