ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের দর্শকদের জন্য সালমানের বার্তা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ১৬:০০, ২৫ আগস্ট ২০২৩
বাংলাদেশের দর্শকদের জন্য সালমানের বার্তা

সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি নির্মিত এ সিনেমা গত ২১ এপ্রিল বিশ্বের ৫ হাজার ৭০০ পর্দায় মুক্তি পায়। কিন্তু বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।

দীর্ঘ ৫ মাস পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। শুক্রবার (২৫ আগস্ট) দেশের ৩০টি হলে মুক্তি পায় এটি। এদিকে বাংলাদেশে মুক্তি উপলক্ষে বিশেষ বার্তা দিলেন সালমান খান।

আরো পড়ুন:

ফেসবুক স্ট্যাটাসে সালমান খান বলেন— ‘‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। অ্যাকশনধর্মী সিনেমাটি দেখার জন্য দর্শকরা প্রস্তুত হয়ে যান। একই সঙ্গে সিনেমাটিতে নানা রকম বিনোদন রয়েছে।’’

পোস্টটি দেওয়ার ৪ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে ৫৫ হাজারের বেশি। বাংলাদেশের দর্শকরা সাদরে গ্রহণ করেছেন প্রিয় অভিনেতার আহ্বানকে। অনেকে মন্তব্য করে সালমান খানকে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানিয়েছেন।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। তা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়