ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলিউড যাত্রা: রহস্যঘেরা ট্রেইলারে প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৩:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৩
বলিউড যাত্রা: রহস্যঘেরা ট্রেইলারে প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন

‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমা আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মুক্তি পেয়েছে ‘খুফিয়া’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করেছে দর্শক মনে।

আরো পড়ুন:

ট্রেইলার দেখে নেটিজেনরা বাঁধনের প্রশংসা করছেন। সুদীপ্ত সরকার লিখেছেন, ‘মাত্র কয়েকটি দৃশ্য এবং আজমেরী হক বাঁধন প্রমাণ করেছেন তিনি কতটা মেধাবী পারফর্মার! টাবুর মতো অভিনেত্রীর সঙ্গে সমানতালে পারফর্ম করে যাওয়া সহজ কাজ নয়! কিন্তু বাঁধন সেটি করে দেখিয়েছেন। সিনেমাটি দেখার জন্য তর সইছে না।’ নাজিয়া লিখেছেন, ‘ট্রেইলারে টাবুর সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে দেখে অন্যরকম অনুভূতি হচ্ছে।’

বাঁধন তার চরিত্র প্রসঙ্গে রাইজিংবিডিকে বলেন, ‘‘গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি।’’

২০২১ সালের ১১ অক্টোবর সিনেমাটির শুটিং দিল্লিতে শুরু করেন বাঁধন। এ সিনেমার জন্য ওই সময়ে বেশ কিছু কাজ হাতে নেননি। কারণ এই চরিত্রটি যাতে ঠিকঠাকমতো ফুটিয়ে তুলতে পারেন। বাঁধন বলেন, ‘এই চরিত্রের সঙ্গে অন্য চরিত্র মিলবে না। চরিত্রটি ঠিকঠাক মতো ফুটিয়ে তোলার জন্য পরিচালক যেভাবে বলেছেন সেভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছিলাম। শুটিংয়ের সময় পরিচালক দিকনির্দেশনাও দিয়েছেন।’

সিনেমাটিতে টাবুর সঙ্গে বাঁধনের বেশি দৃশ্য রয়েছে। তার অন্তরিকতায় মুগ্ধ বাঁধন। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়