ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সেরা পাঁচে ‘জওয়ান’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সেরা পাঁচে ‘জওয়ান’

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা ভারতীয় বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে।

যুক্তরাষ্ট্রে ‘জওয়ান’ সিনেমার ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে যশ রাজ ফিল্মস। দেশটির ৮২৬টি পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি। মার্কিন মুলুকেও রাজত্ব করছে সিনেমাটি। বক্স অফিসে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে এটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট বক্স অফিস মোজো জানিয়েছে, চলতি মাসে হলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। যার কারণে মার্কিন বক্স অফিসে প্রতিযোগিতা বেশি।  গত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন বক্স অফিসের শীর্ষে রয়েছে ‘দ্য ইকুয়ালাইজার থ্রি’;  যার আয় ৭ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৮৪৮ কোটি ডলার।

আরো পড়ুন:

এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য নান টু’; যার আয় ৫ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৮ ডলার। তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে রয়েছে ‘অ্যা হান্টিং ইন ভেনিস’, ‘মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং’। পঞ্চম অবস্থানে রয়েছে ‘জওয়ান’; যার আয় ১ কোটি ২১ লাখ ৮ হাজার ৬৩৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৯০ লাখ টাকার বেশি।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামনি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়