ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৫ দিনে জওয়ানের আয় কত?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৩
১৫ দিনে জওয়ানের আয় কত?

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা ভারতীয় বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। তবে ১৫তম দিনে বক্স অফিসে ভাটা পড়েছে।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, ১৫তম দিনে শুধু ভারতে (হিন্দি, তামিল, তেলেগু) ‘জওয়ান’ আয় করেছে ৭.৯৫ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে (হিন্দি, তামিল, তেলেগু) সিনেমাটির মোট আয় ৫২৮.৩৯ কোটি রুপি। ভারতে আয়ের ভিত্তিতে বর্তমানে চতুর্থ হিন্দি সিনেমা ‘জওয়ান’। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯৪৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১২৪৯ কোটি ৯৩ লাখ টাকার বেশি।

আরো পড়ুন:

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামনি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়