ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেকআপ ছাড়া ছবি পোস্ট করে কটাক্ষের শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:০১, ২৪ সেপ্টেম্বর ২০২৩
মেকআপ ছাড়া ছবি পোস্ট করে কটাক্ষের শিকার অভিনেত্রী

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজের মেকআপ ছাড়া ছবি প্রকাশ করে নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের শিকার হয়েছেন কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী দিয়া মুখার্জি। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিয়া নিজের মেকআপ ছাড়া ছবি পোস্ট মাত্রই নেটিজেনদের একাংশ অভিনেত্রীর রূপের সমালোচনায় মেতে ওঠেন।

আরো পড়ুন:

‘বিসর্জন’, ‘তুমি এলে তাই’, ‘অগ্নিজাল’, ‘সীমারেখা’ ‘নজর’, ‘মিঠাই’ সহ বেশ কিছু ধারাবাহিকের জনপ্রিয় মুখ দিয়া। বিশেষ করে ‘মিঠাই’ ধারাবাহিকের ‘শ্রীতমা’ চরিত্রের জন্য অনেকে তাকে এ নামেই চেনেন।

ইনস্টাগ্রামে নিয়মিত নিজের নিত্যনতুন ছবি ও রিল পোস্ট করে থাকেন তিনি। শনিবার পোস্ট করা ছবিতে দেখা যায়, বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। নীল জিন্সের সঙ্গে ধূসর রঙের একটি টপ পরে হাসিমুখে পোজ় দিয়েছেন তিনি। মুখে মেকআপের লেশমাত্র নেই। ছবি দেখে বোঝা যাচ্ছে, ছুটির দিনে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন দিয়া।

পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীকে সুন্দর দেখতে লাগছে বলে অনেকেই মন্তব্য করেন। ভালো মন্তব্যর পাশাপাশি রয়েছে কটু মন্তব্যও। মেকআপ ছাড়া দিয়াকে দেখে বিরক্তি প্রকাশ করেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘মেকআপ ছাড়া আপনাদের তো চেনাই যায় না।’ আরেকজন লিখেছেন, ‘মেকআপ সহ আপনাদের দেখে আসল চেহারাটাই চিনতে পারি না।’ তবে কোনো মন্তব্যেরই জবাব দেননি দিয়া।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়