ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘যন্ত্রণা’ নিয়ে হাজির হচ্ছেন সায়মা স্মৃতি

প্রকাশিত: ১৬:৫৭, ৯ নভেম্বর ২০২৩  
‘যন্ত্রণা’ নিয়ে হাজির হচ্ছেন সায়মা স্মৃতি

ঢাকাই চলচ্চিত্রের নবাগতা সায়মা স্মৃতি। ‘যন্ত্রণা’ সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছেন তার। এতে প্রথমবার জুটি বেঁধেছেন চিত্রনায়ক আদর আজাদ-সায়মা। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। অনেক আগেই সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দেশজুড়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর নির্মাতা।

গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিত লাভ করেন সায়মা স্মৃতি। তিনি বলেন, ‘‘নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু সিনেমায় প্রথম কাজ করেছি, তাই প্রত্যাশাও একটু বেশি। বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই যাত্রা করতে চেয়েছিলাম; ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প।’’

আরো পড়ুন:

আশাবাদী সায়মা বলেন, ‘নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তোলার। কতটুকু পেরেছি, তা দর্শক বলতে পারবেন। সময় যত ঘনিয়ে আসছে ততই নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারি, প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। প্রেক্ষাগৃহে গিয়ে সবাইকে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সংগীত পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র  পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা।

সিনেমাটিতে আদর-সায়মা স্মৃতি ছাড়াও অভিনয় করেছেন— মানসী প্রকৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়