ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফুটবলার ডেভিড বেকহামের জন্য শাহরুখের পার্টি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:৫৩, ১৭ নভেম্বর ২০২৩
ফুটবলার ডেভিড বেকহামের জন্য শাহরুখের পার্টি

ভারত সফরে এসেছিলেন সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। গত কয়েকদিন মুম্বাইতে ছিলেন তিনি। শুক্রবার (১৭ নভেম্বর) ভারত ছাড়েন এই তারকা। এ সফরে বেশ কটি অনুষ্ঠানে যোগ দেন। এ তারকা ফুটবলারের জন্য বলিউড অভিনেতা শাহরুখ খান তার মান্নাতের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন; যার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা যায়, ডেভিড বেকহামের পরনে ক্যাজুয়াল পোশাক। গাড়ির সামনের সিটে বসে আছেন তিনি। তাকে বহনকারী গাড়িটি প্রথমে মান্নাতে প্রবেশ করে। তার গাড়ির পেছনে একাধিক গাড়ি ঢুকতে দেখা যায় শাহরুখ খানের বাংলোতে।

আরো পড়ুন:

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের শুভেচ্ছাদূত ডেভিড বেকহাম। এজন্য ভারত সফরে এসেছিলেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে হাজির ছিলেন গ্যালারিতে। কিন্তু শাহরুখ খানের বাড়িতে কেন ডেভিড?

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আইকনিক ফুটবলার ডেভিড বেকহামের সম্মানার্থে শাহরুখ খান তার মান্নাতের বাড়িতে ব্যক্তিগত পার্টির আয়োজন করেছিলেন। এ পার্টিতে বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার বর আনন্দ আহুজাও উপস্থিত ছিলেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়