ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দর্শক নেই, হলে মাছি উড়ছে’ নিজের সিনেমা নিয়ে অকপট অঙ্কুশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৫ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:৫৭, ২৫ নভেম্বর ২০২৩
‘দর্শক নেই, হলে মাছি উড়ছে’ নিজের সিনেমা নিয়ে অকপট অঙ্কুশ

টলিউডে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে জিৎ অভিনীত সিনেমা ‘মানুষ’ এবং অঙ্কুশ হাজরা অভিনীত সিনেমা ‘কুরবান’। আজ শনিবার নিজের সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ অকপটে যা বলেছেন, তা অবাক করে দেওয়ার মতো।

‘কুরবান’ সিনেমা দেখতে হলে দর্শক নাকি প্রায় একেবারেই যাচ্ছেন না, হল ফাঁকা, মাঝি উড়ছে- সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এমন কথা বলেছেন সিনেমাটির অভিনেতা অঙ্কুশ।

আরো পড়ুন:

শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টে অঙ্কুশ লিখেছেন, ‘ভীষণই কম সংখ্যক মানুষ কুরবান দেখতে হলে যাচ্ছেন। সত্যটা মানতে একদমই লজ্জা নেই। তবে চারিদিকে ছবিটা নিয়ে ভালো রিভিউ পাচ্ছি। যেকজন মানুষ হলমুখী হচ্ছেন, তাদেরও যদি ভালো লেগে থাকে, সবাইকে বলবেন যেতে। না বাংলা ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করছি না। শুধু ভালো লাগলে আশেপাশের মানুষকে জানাবেন। না মানে আপনারা ছাড়া কাকে অনুরোধ করব বলুন। আপাতত প্রেক্ষাগৃহে যে মাছিগুলো উড়ছে, তাদেরকে তো আর বোঝাতে পারব না। (হাসির ইমোজি)’।

এরপরে ফের লিখেছেন, ‘যাইহোক ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে ২০২৪-এ কোনও এক সবথেকে বড় উৎসবে মির্জা নিয়ে’।

নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছেন অঙ্কুশ। সেই প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘মির্জা’ নিয়ে দারুণ আশাবাদী অভিনেতা।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়