ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে রণবীর-রাশমিকার সিনেমা

প্রকাশিত: ১৮:৫০, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:২৯, ২৯ নভেম্বর ২০২৩
একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে রণবীর-রাশমিকার সিনেমা

পর্দায় ঝড় তুলতে আসছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। গত ২৩ নভেম্বর মুক্তি পায় সিনেমাটির ট্রেইলার। তারপরই রীতিমতো ঝড় তুলে এটি। সেই ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। এখানকার দর্শকও সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন। শোনা যাচ্ছে, একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি।

‘অ্যানিমেল’ সিনেমা বাংলাদেশে আমদানি করছে কিবরিয়া ফিল্মস। দেশে মুক্তির অনুমতি মিলেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু। তিনি লিপু বলেন, ‘মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। সেন্সর পাওয়া বাকি; আশা করছি, দুয়েক দিনের সেন্সর করাতে পারব। সবকিছু ঠিক থাকলে, ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি।’

‘অ্যানিমেল’ সিনেমা পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার ট্রেইলারে চমক দেখিয়েছেন রণবীর কাপুর। তার হিংস্র চেহারার অ্যাকশন লুকে মুগ্ধ ভক্তরা।

সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর পিতা-পুত্রের চরিত্রে অভিনয় করেছেন। পর্দায় তাদের জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এতে আরো অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়