ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাক্তন প্রেমিকা দীপিকায় বুঁদ রণবীর কাপুর (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:৫২, ৬ অক্টোবর ২০২৫
প্রাক্তন প্রেমিকা দীপিকায় বুঁদ রণবীর কাপুর (ভিডিও)

এক সময় চুটিয়ে প্রেম করেছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। যদিও সময় তাদের আলাদা করে দিয়েছে। প্রাক্তন এই প্রেমিক যুগলকে একসঙ্গে দেখা গেল এয়ারপোর্টে। আর সেই মুহূর্তের ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিশেষ করে ভিডিওটির একটি মুহূর্ত নেটিজেনদের মন কেড়েছে। 

ভিডিওতে দেখা যায়, দীপিকা ও রণবীর তাদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। বরাবরের মতো দীপিকা আত্মবিশ্বাসী ভঙ্গিতে সামনের দিকে হেঁটে যাচ্ছেন। আর তার পেছনে হাঁটছেন মুগ্ধ রণবীর। এ অভিনেতার ড্রাইভার তার গাড়ির দরজা খুলে দিলেও দীপিকার পেছনে হাঁটতে থাকেন রণবীর। এমনকি নিজের গাড়ি পেরিয়ে চলে যান। অন্যদিকে, দীপিকা নিজের গাড়িতে উঠতে যাচ্ছেন, তখন রণবীর হঠাৎ থমকে যান এবং বুঝতে পারেন নিজের ভুল। এরপর ঘুরে দাঁড়িয়ে হেসে ফেলেন এই অভিনেতা। আর এই মুহূর্তটিই ভক্তদের হৃদয় ছুঁয়েছে। 

আরো পড়ুন:

ভিডিওটি দেখে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। রত্না নামে একজন লেখেন, “দীপিকাকে দেখার পর রণবীর বাউলা হয়ে গিয়েছেন।” সংস্কৃতি লেখেন, “তার (রণবীর) মস্তিষ্ক তার (দীপিকা) চারপাশে ঘুরছে।” দেবী লেখেন, “আমি হাসি থামাতে পারছি না।” আফিয়া ইফতেকার লেখেন, “এটা দীপিকার প্রভাব।” জেনিল লেখেন, “রণবীর এখনো দীপিকাকে ভালোবাসেন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।  

রণবীর কাপুর ২০১৮ সালে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২৩ সালের ৬ নভেম্বর কন্যাসন্তান জন্ম দেন আলিয়া। 

রণবীরের কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকার জীবনে আসে রণবীর সিং। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেটে একে অপরের কাছে আসেন এই জুটি। এরপরে বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। যদিও তারা শুরুতে সম্পর্কের কথা অস্বীকার করেন। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি। গত বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তান জন্ম দেন দীপিকা পাড়ুকোন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়