ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের মা হলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ৩০ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:৩৬, ৩০ নভেম্বর ২০২৩
ফের মা হলেন শুভশ্রী

ফের মা হলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। রাজ-শুভশ্রী দম্পতির এটি দ্বিতীয় সন্তান। 

বৃহস্পতিবার বিকালে রাজ চক্রবর্তী তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে এই নির্মাতা লিখেন, ‘আজ আমাদের বাড়ি মিষ্টি ভালোবাসার আশীর্বাদে পূর্ণ হয়েছে। আমরা এটি দারুণভাবে উপভোগ করছি। আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি।’

আরো পড়ুন:

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ৯ মাস।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়