ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনমনে হয়ে আসছেন জামিল

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪  
আনমনে হয়ে আসছেন জামিল

‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেন অভিনয় কমেডির পাশাপাশি ভালো গাইতে পারেন। ‘মীরাক্কেল’-এর মঞ্চ থেকেই তার কণ্ঠে বিভিন্ন ধরনের গান শোনা গেছে। এর আগে ‘আঁই হেতিরে ভালোবাসি’ শিরোনামে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি গান করেছেন তিনি। এবার নতুন আরেকটি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন জামিল।

‘আনমনে’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন জামিল নিজেই। সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। গানে জামিলের সঙ্গে মডেল হয়েছেন মুনমুন আহমেদ মুন। 

গান প্রসঙ্গে জামিল বলেন, বেশ রোমান্টিক একটি গান। শুটিং স্পটে আনমনেই গানটি লিখেছিলাম। তখনই সুর করি। উপস্থিত যারা শুনেছেন সবাই বলেছেন, প্রকাশ পেলে গানটি হিট হবে। আমি মূলত অভিনয়ের মানুষ, তবে গানটাও শখের মধ্যে পড়ে। অনেকে আমাকে দেখলেই গাওয়ার আবদার করেন। ভাবলাম, সারা দেশের মানুষ আমার গান শুনুক। এখন থেকে গানে নিয়মিত হতে চাই।

জামিল জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি আমার নিজস্ব জামিল'স জু ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়