ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

জ্যাকলিনের বিল্ডিংয়ে আগুন (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৭ মার্চ ২০২৪   আপডেট: ১৩:১২, ৭ মার্চ ২০২৪
জ্যাকলিনের বিল্ডিংয়ে আগুন (ভিডিও)

মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি হিলে অবস্থিত নওরোজ হিল সোসাইটি। বুধবার (৬ মার্চ) রাতে এ সোসাইটির ১৭ তলা একটি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই ভবনে বসবাস করেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ভবনটির ১৪ তলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এ ভবনে জ্যাকলিনের ৫ বেড রুমের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এ ফ্ল্যাটেই বসবাস করেন তিনি। তবে অগ্নিকাণ্ডের সময়ে জ্যাকলিন ফ্ল্যাটে ছিলেন কিনা তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

অগ্নিকাণ্ডের ভিডিও দেখতে ক্লিক করুন

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, নার্গিস দত্ত রোডে অবস্থিত এ ভবন। রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদেরকে যে কল করেছিলেন তিনি জানান, ভবনটির ১৫ তলায় আগুন লেগেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত চলমান রয়েছে।

অন্য একটি সূত্র জানান, ভবনটির ১৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জ্যাকলিন বসবাস করেন ১৬ তলায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়