ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেনইবা ইফতার খাওয়াচ্ছেন, কেনইবা আমার বদনাম করছেন, প্রশ্ন নিপুণের 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ৩০ মার্চ ২০২৪   আপডেট: ১৮:৩৯, ৩০ মার্চ ২০২৪
কেনইবা ইফতার খাওয়াচ্ছেন, কেনইবা আমার বদনাম করছেন, প্রশ্ন নিপুণের 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। এরই মধ্যে সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। প্রতিদিন এফডিসিতে শিল্পী ও কলাকুশলীদের ইফতার করাচ্ছেন তারা। এদিকে নিপুণ আক্তারের দাবি ইফতার খাইয়ে তার নামে বদনাম করছে প্রতিপক্ষ। 

মিশা-ডিপজলের বিপরীতে মাহমুদ কলি-নিপুণ সম্ভাব্য প্যানেল ঘোষণা করেন। নিপুণ বলেন, ‘যারা আজীবন সদস্য তারা নির্বাচন করতে পারবে না- এটার নিয়মও আছে। নিয়মটা হলো আজীবন সদস্য পদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং চাঁদা পরিশোধ করতে হয়। আমার সভাপতিপ্রার্থী সেটা করেছেন। 

নিপুণ আক্তারের নামে ‘গীবত’ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, নির্বাচন করতে গিয়ে আমি এখনও কোনো বাধা পাইনি। আমার গীবত গাওয়া ছাড়া অন্য কোনো বাধা আমি পাইনি। আমি দেখছি ইফতার খাওয়ায়ে খাওয়ায়ে আমার বদনাম করা হচ্ছে। কেনই-বা ইফতার খাওয়াচ্ছেন, আবার কেনই-বা আমার বদনাম করছেন? 

তিনি আরো বলেন, এফডিসির জন্য পুরা বিশ্ব আমাকে চেনে। আমি অনেক কিছু পেয়েছি। আমার মনে কোনো আক্ষেপ নেই। আমার কাছে মনে হয় এই নির্বাচনটা করা আমার খুব দরকার। কারণ শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়