ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুবাইয়ের পর আমেরিকা যাচ্ছেন নিরব

প্রকাশিত: ২০:৩০, ২৭ জুন ২০২৪   আপডেট: ২০:৩১, ২৭ জুন ২০২৪
দুবাইয়ের পর আমেরিকা যাচ্ছেন নিরব

জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক নিরব হোসেন সিনেমার পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাঙালিদের উৎসব ‘বাংলা কার্নিভ্যাল-২০২৪’-এ অংশগ্রহণ করেন। একদিনের জন্য দেশে ফিরে এবার মার্কিন মুলুকে যাচ্ছেন তিনি।

আগামী ৩০ জুন ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ অংশ নেবেন নিরব। যুক্তরাষ্ট্রের জ্যামাইকার আমাজুরা হলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী আলমগীর খান আলম।

আরো পড়ুন:

আগামী ২৮ জুন সকালে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন নিরব। অনুষ্ঠানে অংশ নেওয়ার পর কিছু দিন সেখানে অবসর যাপন করবেন। আগামী ১০ জুলাই ঢাকায় ফেরার পরিকল্পনা করেছেন বলে জানান নিরব।

নিরব ছাড়াও এ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন— অভিনেতা চঞ্চল চৌধুরী, জায়েদ খান, তাহসান, তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী, কণ্ঠশিল্পী বিন্দুকনা, লায়লা, দিনাত জাহান মুন্নী, রকস্টার মিলা; কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক, ইউটিউবার তৌহিদ আফ্রিদি প্রমুখ। এরই মধ্যে কয়েকজন শিল্পী নিউ ইয়র্কে পৌঁছেছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়