ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্যাকবলিত ফেনীতে ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ২৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৪৪, ২৩ আগস্ট ২০২৪
বন্যাকবলিত ফেনীতে ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের আট জেলা আক্রান্ত হয়েছে। ক্লোজআপ ওয়ান তারকা পুতুলের বাবা-মায়ের বাড়ি ফেনী শহরে। পুতুলদের ফেনী শহরের উকিলপাড়ার বাড়ির দোতলা পর্যন্ত পানি উঠেছে। গতকাল থেকে পুতুল তার ভাই-বোনের খোঁজ পাচ্ছে না!

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে পুতুল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ গায়িকা লেখেন, ‘ফেনী শহরে আমাদের বাড়ি। সেই বাড়িতে আমার ভাই-ভাবী আর তাদের ছোট ছোট দুটো ছেলেমেয়ে থাকে; থাকে ভাড়াটিয়াও। ফেনীতেই থাকে আমার সেজো বোনও। তারও দুইটা ছোট বাচ্চা। গতকাল দুপুরে পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে, এরপর থেকে আর নেই।’

আরো পড়ুন:

পুতুলের ধারণা তার ভাই-বোন তাদের বাড়িতে নেই। এ তথ্য উল্লেখ করে তিনি লেখেন, ‘বাড়িতে পানি ঢুকে গেছে। নিশ্চিতভাবেই বাড়িতে নেই তারা। কিন্তু কোথায় আছে কেমন আছে কিছুই জানি না। ভীষণ অসহায়বোধ করছি। এই কালোরাত কবে হবে শেষ!’

ফেনী শহরে বেড়ে উঠেছেন পুতুল। ২০০৬ সালে গানের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পেশাদার গানের জগতে পা রাখেন তিনি। দেড় যুগ ধরে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন এই শিল্পী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়