ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

দীপিকা-রণবীরের কন্যাকে দেখতে হাসপাতালে মুকেশ আম্বানি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:২০, ১০ সেপ্টেম্বর ২০২৪
দীপিকা-রণবীরের কন্যাকে দেখতে হাসপাতালে মুকেশ আম্বানি

গত ৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর সিং ও দীপিকার কন্যাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ মুম্বাইয়ে অবস্থিত এইচ এন রিলায়েন্স হাসপাতাল। এর কর্ণধার রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। গতকাল রণবীর-দীপিকা দম্পতির কন্যাকে দেখতে হাসপাতালে যান মুকেশ আম্বানি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতালে প্রবেশ করেন মুকেশ আম্বানি। এসময় দীপিকা ও তার কন্যার খোঁজ খবর নেন এই ধনকুবের।

মুকেশ আম্বানির সঙ্গে দীপিকা-রণবীর দম্পতির ব্যক্তিগত সম্পর্ক ভালো। অনন্ত আম্বানির বিয়ের অধিকাংশ অনুষ্ঠানে এ জুটিকে দেখা গেছে। 

আরো পড়ুন:

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেট থেকে শুরু, এরপর বিভিন্ন সময় বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। কিন্তু তা অস্বীকার করে আসছিলেন তারা। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি। গত ২৯ ফেব্রুয়ারি মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা পাড়ুকোন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়