ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সত্যজিতের পর আইএমডিবি’র তালিকায় সৃজিত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:৩৬, ৪ অক্টোবর ২০২৪
সত্যজিতের পর আইএমডিবি’র তালিকায় সৃজিত

আইএমডিবি’র সবচেয়ে বেশি রেটিং পাওয়া ২৫০টি ভারতীয় সিনেমার তালিকায় জায়গা পেল কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সিনেমা। এ নির্মাতার ‘বাইশে শ্রাবণ’ সিনেমাটি তালিকার ১৭৪তম স্থানে জায়গা করে নিয়েছে। সিনেমাটির রেটিং ৮.১।

আইএমডিবি’র ওয়েব সাইট ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি রেটিং পাওয়া ২৫০টি ভারতীয় সিনেমার মধ্যে ৬টি বাংলা সিনেমা জায়গা পেয়েছে। বাকি ৫টি সিনেমা হলো— ‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’, ‘অপুর সংসার’, ‘জলসাঘর’ ও ‘চারুলতা’। এই ৫টি সিনেমাই নির্মাণ করেছেন অস্কারজয়ী বাঙালি পরিচালক সত্যজিৎ রায়। এই প্রজন্মের পরিচালকদের মধ্যে কেবল সৃজিত এ তালিকায় জায়গা পেয়েছেন ‘বাইশে শ্রাবণ’ সিনেমার বদৌলতে।

আরো পড়ুন:

মাইকোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন সৃজিত মুখার্জি। কৃতজ্ঞতা প্রকাশ করে এই নির্মাতা লেখেন, ‘এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’

সাইকোলজিক্যাল-থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বাইশে শ্রাবণ’। এর প্রধান চরিত্রে অভিনয় করেন— প্রসেনজিৎ চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, রাইমা সেন, গৌতম ঘোষ, আবীর চ্যাটার্জি। এ সিনেমার মাধ্যমে গৌতম ঘোষ ২৯ বছর পর অভিনয়ে ফিরেন। ২০১১ সালে মুক্তি পায় এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়