ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবার নিয়ে পূজামণ্ডপে ঘুরে বেড়াব: মিম

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১২ অক্টোবর ২০২৪   আপডেট: ১৫:৫২, ১২ অক্টোবর ২০২৪
পরিবার নিয়ে পূজামণ্ডপে ঘুরে বেড়াব: মিম

মীম

হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিশেষ এই দিনটিতে পরিবার-পরিজনদের নিয়ে আনন্দে কাটান হিন্দু ধর্মাবলম্বীরা। শোবিজ তারকাও এর বাইরে নন। জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার দুর্গাপূজা ঘিরে ভিন্ন সাজে ধরা দিচ্ছেন। এর আগে দেবীর অবতারে নিজেকে ধরা দিয়ে ভক্তদের চমকেও দেন। এবার তার পরিকল্পনা কী, কীভাবে কাটাবেন, তা জানালেন তিনি।

আরো পড়ুন:

পূজা আসলেই নিজের মতো করে সাজতে পছন্দ করেন মিম। ষষ্ঠী থেকে দশমী, পূজার একেক দিনে একেক রকম পোশাক পরেন। এবারের পূজার পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে মিম জানালেন, পরিবার নিয়ে ঢাকার মন্দিরে মন্দিরেই ঘুরবেন তিনি। মিমের কথায়, ‘ঢাকাতেই বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াব। ইচ্ছা আছে সবগুলো মন্দির দেখার। বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।’

যানজটের কারণে খুব বেশি বাইরে যাচ্ছেন না তিনি। মিম বলেন, ‘আমি আসলে এবার কোথাও যাওয়ার পরিকল্পনা করিনি। কারণ, পূজার পরপরই মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যেতে হবে। এ ছাড়াও রাস্তাঘাটে বেশ যানজট থাকায় স্বল্প সময়ের জন্যও কোথাও যেতে চাচ্ছি না। তাই এবার পরিকল্পনা ঢাকাকে ঘিরেই।’

ছোট বেলার পূজার স্মৃতি নিয়ে মিম বলেন, ‘ছোট বেলায় অনেক আনন্দ করতাম, ঘুরে বেড়াতাম। কিন্তু এখন আর সেই আনন্দটা নেই। এখন গ্রামে গেলে বাসা থেকে বের হতে পারি না, কারণ বের হলেই সবাই ঘিরে ধরে। হয়তো আত্মীয়-স্বজনদের বাসায় যাই, সেখানেও লোকজন ভিড় করে থাকে। এতে খারাপ লাগে না আমার। কারণ আমাদের গ্রামেরই তো মানুষ। কিন্তু ওই যে বললাম, শৈশবের মতো ঘুরে বেড়াতে পারি না।’

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়