ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমার স্ত্রী কখনো জানতে চায়নি কত টাকা আয় করি: যশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২৫ অক্টোবর ২০২৪   আপডেট: ০৮:৩৬, ২৫ অক্টোবর ২০২৪
আমার স্ত্রী কখনো জানতে চায়নি কত টাকা আয় করি: যশ

‘রকিং স্টার’ হিসেবে পরিচিত কন্নড় সিনেমার নায়ক যশ। ‘কেজিএফ’ সিনেমায় অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী রাধিকা পন্ডিতের সঙ্গে ঘর বেঁধেছেন যশ। সংসার আর কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নায়ক।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন যশ। এ আলাপচারিতায় ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। স্ত্রীর প্রশংসা করে যশ বলেন, ‘গত কয়েক বছর অস্থির সময় কাটিয়েছি। আমি সৌভাগ্যভান, রাধিকার মতো জীবনসঙ্গীকে নিয়ে। রাধিকা আমার শক্তি। সে সবসময়ই আমাকে সহযোগিতা করে। সে জানে আমার কিসে ভালো। আক্ষরিত অর্থে, আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। এটা অনেক কিছু সহজ করে দিয়েছে।’

আরো পড়ুন:

 

স্ত্রী হিসেবে রাধিকা কখনো জানতেও চাননি কত টাকা আয় করেন যশ। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “রাধিকা প্রথমে আমার বন্ধু, তারপর স্ত্রী। সে এমন একজন মানুষ যে, কখনো প্রশ্ন করেনি এই সিনেমা থেকে আমি কত টাকা আয় করেছি? অথবা কখনো জানতে চায়নি আমি কত টাকা আয় করি। কখনো জানতে চায়নি, এটা ভালো সিদ্ধান্ত নাকি খারাপ। তবে হ্যাঁ, একটি প্রশ্ন করেছে— ‘তুমি সুখী কিনা?’ সে সবসময়ই আমার মনোযোগ ও সময় চেয়েছে, যা আমার দেওয়া কঠিন।”

 

শুধু রাধিকা নয়, যশের পরিবারও তাকে দারুণভাবে সহযোগিতা করে থাকেন। তা জানিয়ে যশ বলেন, ‘আমার সেরাটা দিয়ে চেষ্টা করি, এটাই শক্তি। তা ছাড়া আমার মতো পাগলের, যেখানে সেখানে গিয়ে কাজ করা কঠিন হতো। লক্ষ্য অর্জনের জন্য যেকোনো ঝুঁকি নিতেও প্রস্তুত। আমার পরিবার থেকে কোনো চাপ নেই। তারা সবাই আমাকে সহযোগিতা করেন।’

 

অশোক কাশ্যপের ‘নন্দগোকুলা’ টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন যশ-রাধিকা। ২০০৮ সালে ‘মোগিনা মানাসু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে একসঙ্গে বড় পর্দায় পা রাখেন। এরপর তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হয়। দুই পরিবারের সম্মতিতে ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ে করেন এ জুটি। এ দম্পতির একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়