ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অজয়ের ‘সিংহম এগেন’: ২ দিনে আয় ১৪১ কোটি টাকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৪৭, ৩ নভেম্বর ২০২৪
অজয়ের ‘সিংহম এগেন’: ২ দিনে আয় ১৪১ কোটি টাকা

বলিউড অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। রোহিত শেঠি পরিচালিত এ ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান অজয়।

দীর্ঘ অপেক্ষার পর ১ নভেম্বর ভারতের ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। যার নাম রাখা হয়েছে— ‘সিংহম এগেন’। চলতি বছরে বেশ কিছু হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘সিংহম এগেন’-এর অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে ‘স্ত্রী টু’ (৪৩.৫ কোটি রুপি)। ২ দিনে বক্স অফিসে কত টাকা আয় করেছে সিনেমাটি?

আরো পড়ুন:

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘সিংহম এগেন’ মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করেছে ৪৩.৫ কোটি রুপি (নিট)। দ্বিতীয় দিনে ভারতে আয় করেছে ৪১.৫ কোটি রুপি (নিট)। ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৮৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪১ কোটি ৮২ লাখ টাকার বেশি)।

৩৭৫ কোটি রুপি বাজেটের ‘সিংহম এগেন’ সিনেমায় লেডি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি মুক্তির আগে তার লুক প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতারা।

অজয়-দীপিকা ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন— অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রণবীর সিং প্রমুখ। এতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়