ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমাদের শেষ দেখাও হলো না: পরীমণি

প্রকাশিত: ১২:৩৬, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:০৪, ২৪ নভেম্বর ২০২৪
আমাদের শেষ দেখাও হলো না: পরীমণি

পরীমণির সেলফিতে শাহ আলম মণ্ডল

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। সিনেমাটি নির্মাণ করেন পরিচালক শাহ আলম মণ্ডল।

কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরিচালক শাহ আলম মণ্ডল। দ্রুত তাকে রাজধানীর মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে মারা যান এই নির্মাতা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি পরিচালকের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন। যেখান আবেগঘন ক্যাপশন দিয়েছেন এই অভিনেত্রী।

পরীমণি তার পোস্টে লেখেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেল। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’

নির্মাতা শাহ আলম মন্ডলের হাত ধরে সিনেমায় অভিষেক পরীমণির। বর্তমানে এই নায়িকা পিরোজপুরে অবস্থান করছেন।

নির্মাতা শাহ আলম মন্ডল তিনটি সিনেমা নির্মাণ করেছেন। তার প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। বাকি দুটি সিনেমা হলো— ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়