ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হারালেন সামান্থা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:১৪, ২৯ নভেম্বর ২০২৪
বাবা হারালেন সামান্থা

সামান্থা রুথ প্রভু, জোসেফ প্রভু

বাবা হারালেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। শুক্রবার (২৯ নভেম্বর) মারা যান সামান্থার বাবা জোসেফ প্রভু। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

আজ সন্ধ্যায় সামান্থা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, “বাবা, যতক্ষণ না তোমার সঙ্গে পুনরায় দেখা হয়।” পাশাপাশি ভাঙা হৃদয়ের একটি ইমোজি দিয়েছেন এই অভিনেত্রী।

আরো পড়ুন:

তেলেগু সিনেমার অভিনেতা তেজা সাজ্জা মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “আপনি আপনার বাবার সঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিতে শান্তি খুঁজে পেতে পারেন। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি প্রিয় সামান্থা রুথ প্রভু গুরু।” 

ব্যক্তিগত জীবনে নিনেট প্রভুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জোসেফ প্রভু। সামান্থার বাবা জোসেফ প্রভু তেলেগু অ্যাংলো-ইন্ডিয়ান। আর তার মা নিনেট সিরিয়ান মালায়ালি। এ দম্পতির কন্যা সামান্থা রুথ প্রভু। ১৯৮৭ সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। 

২০১০ সালে চলচ্চিত্রে পা রাখেন সামান্থা। এ অভিনেত্রীর জীবনে তার বাবার প্রবল প্রভাব রয়েছে। মেয়ের ক্যারিয়ারের নানা চড়াই-উৎরাইয়ে পাশে থেকে সাহস জুগিয়েছেন তার বাবা, এ কথা বহুবার স্বীকার করেছেন সামান্থা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়