ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২ ডিসেম্বর ২০২৪  
অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শোভিতা শিবানা

কন্নড় সিনেমার অভিনেত্রী শোভিতা শিবানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) হায়দরাবাদের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে পুলিশ বলে, “কন্নড় টিভি সিরিয়াল ও সিনেমার প্রাক্তন অভিনেত্রী শোভিতা। গত বছর বিয়ের পর স্বামীর সঙ্গে হায়দরাবাদে বসবাস শুরু করেন তিনি। গতকাল বেডরুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় পাওয়া যায় ৩২ বছর বয়সি শোভিতাকে।”

আরো পড়ুন:

হায়দরাবাদের গাচিবাউলি থানার কান্ডাপুর এলাকায় স্বামী সুধীরের সঙ্গে বসবাস করতেন শোভিতা। অভিযোগ রয়েছে, আত্মহত্যা করেছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে, কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এ ঘটনায় গাচিবাউলি থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফিল্মবিট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন শোভিতা। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি তার ঝোঁক ছিল। ফ্যাশন ডিজাইনিং বিষয়ে পড়াশোনা করলেও অভিনয় জগতে পা রাখেন। ২০১৫ সালে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়।

টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন শোভিতা। বেশ কিছু কন্নড় সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘জ্যাকপট’, ‘ইরেদোনলা মুরু’, ‘এটিএম’, ‘ওন্দ কাথি হিল্লা’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়