ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পর্নো ছবি প্রযোজনা করতে চান সানি লিওন

পাভেল রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ২২ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পর্নো ছবি প্রযোজনা করতে চান সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউডে নিজের জায়গাটা প্রতিষ্ঠিত হওয়ার পরও অতীত নিয়ে বেশ খোলামেলাভাবেই কথা বলে চলেছেন সানি লিওন। এই পর্নো তারকার অতীত নিয়ে কোনো অনুতাপ নেই। বরং তিনি গর্বিত বলেও একাধিকবার জানিয়েছেন। এবার জানালেন, পর্নো ছবি প্রযোজনা করতে চান তিনি।


ভারতীয়দের রক্ষণশীল বলেও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, পর্নোর মতো একটা শিল্পকে ভারতীয়রা গ্রহণ করতে পারেনি। সানির এমন বক্তব্যে সমালোচনাও কম হয়নি। ভারতের অনেকেই বলেছেন, দেশটিতে ধর্ষণের মতো অপরাধে সানির এসব খোলামেলা বক্তব্য উসকানি জোগাচ্ছে।


এর প্রতিক্রিয়ায় সানি লিওন এক টিভি অনুষ্ঠানে ধর্ষণকে সারপ্রাইজ সেক্স বলেও সমালোচনার জন্ম দিয়েছিলেন। এবার জানালেন, তিনি আবারও অতীতে ফিরতে চান। এবার প্রযোজক হিসেবে পর্নো ছবি বানাবেন তিনি।


পর্নো ছবির জগৎ যদি এতই পছন্দ হয়, তাহলে ছেড়ে এলেন কেন- এমন প্রশ্নের জবাবে সানি জানিয়েছেন, ২০১১ সালে একটি গুগল সার্চের ফলাফল তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। গুগল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই তিনি দেখতে পান বিগ বসের মুম্বাইয়ের প্রোডাকশন দল পর্নো অভিনেত্রী খুঁজছেন প্রতিযোগী হিসেবে। বিগ বসের মাধ্যমেই বলিউডের সঙ্গে পরিচয় ঘটে ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এ পর্নো তারকার।


রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৪/পাভেল/রাশেদ শাওন/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়