ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবান্তর পোস্টে ক্ষুব্ধ পূজা চেরির প্রতিবাদ 

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৬, ১১ ডিসেম্বর ২০২৪
অবান্তর পোস্টে ক্ষুব্ধ পূজা চেরির প্রতিবাদ 

চিত্রনায়িকা পূজা চেরি চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি কার্ড ভাইরাল হয়েছে।  সেখানে দেখা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যাডে পূজা চেরির নাম রয়েছে।  

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। একাধিক সূত্রে খবর নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ইসলামী ছাত্রশিবিরের প্যাড এবং প্যাডে প্রকাশিত তালিকা  দুটিই ভুয়া। এমন কোনো তালিকা দল থেকে করা হয়নি।

বিষয়টি নজরে এসেছে পূজা চেরির। এ প্রসঙ্গে পূজা চেরি ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের গুজব নিয়ে কথা বলা জরুরি।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা ছয় মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন পূজা চেরি। তিনি আরো লিখেছেন, ‘মানুষের কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমার ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমার পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যেই রিউমর জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’

সবশেষে এই নায়িকা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়