ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাহাত ফতেহ আলীর কনসার্ট, টোল ফ্রি এলিভেটেড এক্সপ্রেসওয়ের

প্রকাশিত: ১৬:৪৩, ১৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৬, ১৭ ডিসেম্বর ২০২৪
রাহাত ফতেহ আলীর কনসার্ট, টোল ফ্রি এলিভেটেড এক্সপ্রেসওয়ের

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। অনুষ্ঠানটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। আগামী ২১ ডিসেম্বর রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে অংশ নিবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

এদিন বিনা পারিশ্রমিকে গান গাইবেন পাকিস্তানের এই জনপ্রিয় গায়ক। শুধু তাই নয়, এই কনসার্টের জন্য স্টেডিয়ামের ভাড়াও মওকুফ করেছে সেনাবাহিনী। এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

ইতোমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড় রাখা হয়েছে। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

জানা গেছে, ২১ ডিসেম্বর কনসার্টটির জন্য যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড— এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। এই সুবিধার আওতার বাইরে থাকবে মোটরসাইকেল।

এদিন যানজট নিরসনে ও জনদুর্ভোগের কথা চিন্তা করে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনির গেটও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় গেট দিয়ে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।

‘ইকোস অব রেভোল্যুশন’-এ রাহাত ফতেহ আলী খান ছাড়াও আরো পারফর্ম করবে দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়