ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

র‌্যাপারের মরদেহ উদ্ধার, স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
র‌্যাপারের মরদেহ উদ্ধার, স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ

র‌্যাপার অভিনব সিং

ভারতের বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে ওড়িশার জনপ্রিয় র‌্যাপার অভিনব সিংয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩২ বছরের অভিনবর মৃত্যুতে বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেন র‍্যাপার অভিনব। ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ ওড়িশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন:

জানা যায়, বেঙ্গালুরুর একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন র‍্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং। তার পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের কারণে আত্মহত্যা করেছেন অভিনব। তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের।

ছেলের মৃত্যুর ঘটনায় ওড়িশার লালবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনবর বাবা বিজয় নন্দ সিং। তার অভিযোগে ৮-১০ জনের নাম উল্লেখ করেছেন। তাদের দাবি, অভিনব স্ত্রী এবং অন্যদের মানসিক নির্যাতন সহ্য করেছেন। এসব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

র‍্যাপের দুনিয়ায় ‘জাগারনট’ নামে পরিচিত অভিনব। ওড়িশার র‍্যাপার হিসেবে জনপ্রিতা লাভ করেন তিনি। ‘কটক অ্যান্থেম’ দিয়ে এই জনপ্রিয়তা অর্জন করেন। একই গান গীতিকার হিসেবেও তাকে পরিচিতি এনে দেয়। তার র‌্যাপ গানে স্থানীয় সাংস্কৃতিক উপাদান থাকায় আলাদা গ্রহনযোগ্যতা তৈরি করে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়