ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কন্যাসন্তান নিয়ে মন্তব্য করে বিপাকে চিরঞ্জীবী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
কন্যাসন্তান নিয়ে মন্তব্য করে বিপাকে চিরঞ্জীবী

চিরঞ্জীবী

উত্তরাধিকার সামনে এগিয়ে নিতে পুত্র রাম চরণের কাছে নাতি (ছেলে) চেয়ে সমালোচনার মুখে পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। ‘ব্রহ্মা আনন্দম’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন চিরঞ্জীবী। তারপর থেকে জোর চর্চা চলছে।

রাম চরণকে উদ্দেশ্য করে চিরঞ্জীবী বলেন, “আমি যখন বাড়িতে থাকি, তখন মনে হয় না নাতনিরা আমাকে ঘিরে রেখেছে। বরং অনুভব করি, আমি একটি মহিলা হোস্টেলের ওয়ার্ডেন। আমার চারপাশ নারীরা ঘিরে রাখে। রাম চরণের কাছে চাওয়া, এবার যেন একটি পুত্রসন্তান হয়। যাতে করে আমাদের উত্তরাধিকার সামনে এগিয়ে নিতে পারে। কিন্তু তার মেয়ে তার চোখের মণি। আমি ভয় পাচ্ছি, যদি আবার তার কন্যাসন্তান হয়।”

আরো পড়ুন:

মেগাস্টার চিরঞ্জীবীর লিঙ্গবৈষম্যমূলক বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। কন্যাসন্তান নিয়ে নেতিবাচক মন্তব্য করায় নাখোশ নেটিজেনরা। রাজনৈতিক ব্যক্তিরাও হতবাক হয়েছেন চিরঞ্জীবীর মন্তব্যে।  

কংগ্রেসের সংসদ সদস্য জেবি মাথার বলেন, “এটা খুবই দুঃখজনক। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু পুত্র সন্তানই বংশের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে পারে। ছেলে ও মেয়ে দু’জনেই আমাদের সম্পদ। আমরা দুজনের জন্যই গর্বিত।”

২০১১ সালের ১১ ডিসেম্বর বাগদান সারেন রাম চরণ ও উপাসনা। ২০১২ সালের ১৪ জুন বিয়ে করেন তারা। বিয়ের ১১ বছর পর অর্থাৎ ২০২৩ সালের ২০ জুন কন্যাসন্তানের বাবা-মা হন এই দম্পতি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়