ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিষাক্ত বকুলের গল্প’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
‘বিষাক্ত বকুলের গল্প’

ভালোবাসার মাসে মুক্তি পেতে যাচ্ছে প্রেম ও বিরহের গল্পে নির্মিত নাটক ‘বিষাক্ত বকুলের গল্প'।

সুদীপ্ত সাইদ খানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমতু রাতিশ ও জনপ্রিয় মুখ জারা জয়া। এ জুটি আগেও দর্শক নন্দিত নাটক উপহার দিয়েছেন দর্শকদের।

আরো পড়ুন:

নির্মাতা সুদীপ্ত সাইদ খান বলেন, “ভিউ বাণিজ্যের এই সময়ে বেশির ভাগ নাটকই নির্মিত হয় লোক হাসানোর জন্য। সেখানে স্যাড রোমান্টিক গল্প নিয়ে কাজ করা বেশ ঝুঁকিপূর্ণ। আমরা সেই ঝুঁকিটাই নিয়েছি। আমরা গল্পকেই প্রাধান্য দিয়েছি। আমাদের পুরো টিমের চেষ্টা ছিল একটি সুন্দর কাজ উপহার দেওয়ার। প্রত্যেকেই ভালো অভিনয় করেছে, সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। টেকনিশিয়ান টিমের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।”

নায়ক ইমতু রাতিশ বলেন, “খুব ভালো গল্প, কো-আর্টিস্ট, ম্যাকিং সবকিছুই দারুণ ছিল। ফলে কাজের অভিজ্ঞতা দারুণ। আমি কতটুকু দিতে পেরেছি জানি না। তবে বরাবরের মতোই আমি আমার কাজের সঙ্গে সৎ এবং মেধার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি।”

জারা জয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইমতু বলেন, “জারা জয়া আমার পুরোনো সহযোগী। এর আগেও বেশ কিছু জনপ্রিয় নাটকে আমরা যুগল ছিলাম। তাই জয়ার সঙ্গে এই নাটকে স্ক্রিন শেয়ার করতে পেরে আমি বেশ আনন্দিত।”

জারা জয়া বলেন, “ব্যতিক্রমী একটা গল্প। আমাকে কেন্দ্র করেই এগিয়েছে কাহিনি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। ইউনিটের সবাই খুব সহায়তা করেছে। আশা করছি কাজটা দর্শক পছন্দ করবে।”

নাটকটিতে আরো অভিনয় করেছেন রকি খান, জয় রায়, তাসনিম ডিম্পল, এইচ এস রোকনসহ আরো অনেকে।

চিত্রগ্রহণ করেছেন অনিক খান। সহযোগী পরিচালক ছিলেন এ কে এম হেদায়েতুল বিপ্লব। সহকারী পরিচালক ছিলেন আরিফ রাহুল। নাটকটি সম্পাদনা করেছেন রাসেল পারভেজ। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ব্যাজ হারুন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ‘মেলা' ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকটি।

ঢাকা/রাহাত/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়