ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

রাধিকার এক হাতে ব্রেস্ট পাম্প, অন্য হাতে মদের গ্লাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৫  
রাধিকার এক হাতে ব্রেস্ট পাম্প, অন্য হাতে মদের গ্লাস

রাধিকা আপ্তে

হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন ‘সেক্রেড গেমস’ তারকা রাধিকা আপ্তে। এক হাত দিয়ে ব্রেস্ট পাম্পিং করছেন, অন্য হাতে শ্যাম্পেনের (মদ) গ্লাস। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে এমন লুকে দেখা যায় সদ্য মা হওয়া ৩৯ বছরের রাধিকাকে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৮তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর। এর লাল গালিচায় হাঁটেন রাধিকা। এ অভিনেত্রীর কন্যার বয়স মাত্র ২ মাস ৫ দিন। জাঁকজমক এই অনুষ্ঠানের ফাঁকে বাথরুমে গিয়ে ছোট্ট কন্যার জন্য খাবারের ব্যবস্থাও করেন এই অভিনেত্রী।

বাফটা অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে ওয়াশরুমে গিয়ে ব্রেস্ট পাম্প করেন রাধিকা আপ্তে

আরো পড়ুন:


রাধিকা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “নাতাশাকে ধন্যবাদ। কারণ তার জন্য বাফটা অ্যাওয়ার্ডসে যোগ দেওয়া সম্ভব হয়েছে। ওয়াশরুমে নিয়ে গিয়ে ব্রেস্ট পাম্পিংয়ের ব্যবস্থাই কেবল  করেননি। বরং আমার জন্য শ্যাম্পেনও এনে দিয়েছিলেন। নতুন মা হওয়া এবং কাজ করা যেমন কঠিন, তেমনি এই সময়ে যত্ন নেওয়া ও সংবেদনশীলতা আমাদের চলচ্চিত্র শিল্পে বিরল এবং প্রশংসিত।”

সন্তানের প্রতি মা হিসেবে রাধিকার যত্ন ও দায়িত্ব বোধ দেখে নেটিজেনদের অনেকে প্রশংসা করছেন। আবার তার হাতে শ্যাম্পেনের গ্লাস দেখে সমালোচনা করছেন। পাশাপাশি বাথরুমে গিয়ে ব্রেস্ট পাম্পিং করার কারণে বাফটার আয়োজকদের নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ এত বড় একটি অনুষ্ঠানে ‘ব্রেস্টফিডিং জোন’ নেই।

লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। বিয়ের ১২ বছর পর বাবা-মা হন এই দম্পতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়