ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘টানা ৬০ ঘণ্টার শুটিংয়ে ৯ ঘণ্টা ঘুমিয়েছি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫  
‘টানা ৬০ ঘণ্টার শুটিংয়ে ৯ ঘণ্টা ঘুমিয়েছি’

কৌশানী মুখার্জি

ভারতীয় বাংলা সিনেমার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ২০১২ সালে তিনি নির্মাণ করেন ‘হেমলক সোসাইটি’। আলোচিত এ সিনেমার আদলে সৃজিত নির্মাণ করছেন ‘কিলবিল সোসাইটি’। পূর্বের মতো সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি। তবে কোয়েল মল্লিকের পরিবর্তে নেওয়া হয়েছে কৌশানী মুখার্জিকে।

কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে সিনেমাটির শুটিং হবে। এখন জোর কদমে চলছে দৃশ্যধারণের কাজ। তবে ‘কড়া পরিচালক’ সৃজিত দৌড়ের উপরে রেখেছেন অভিনয়শিল্পীদের। কারণ টানা শুটিং করতে হচ্ছে। ঘুমানোরও ফুসরত পাচ্ছেন না।

আরো পড়ুন:

কৌশানী মুখার্জি বলেন, “গত ৬০ ঘণ্টার শুটিংয়ে মাত্র ৯ ঘণ্টা ঘুমানোর সুযোগ হয়েছে।”

টলিপাড়ার অন্দরে পুরোনো চর্চা— সৃজিত মুখার্জি খুব কড়া পরিচালক। যতক্ষণ পর্যন্ত কোনো দৃশ্য তার মনের মতো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিনেতাদের ‘রিটেক’ চলে। যদিও শুটিংয়ের পাশাপাশি সেটে হাসিতামাশাও করেন এই নির্মাতা।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন সৃজিত। জানা যায়, পরম-কৌশানী ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু, অনিন্দ্য চ্যাটার্জিকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়