ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেন উদ্বেগ প্রকাশ করলেন ভূমি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
কেন উদ্বেগ প্রকাশ করলেন ভূমি?

ভূমি পেডনেকার

গত বছরের আগস্টে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির যৌন হয়রানি নিয়ে হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় শুরু হয় ভারতে। মালায়ালাম সিনেমার অভিনেতা সিদ্দিকি, পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনসহ একাধিক খ্যাতিমান তারকার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ ওঠে।

সময় প্রবাহের সঙ্গে বিষয়টি ‘পুরোনো’ হলেও আদতে তা নয়। এবিপি নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে হেমা কমিটির রিপোর্ট নিয়ে কথা বলতে গিয়ে নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার।

আরো পড়ুন:

‘টয়লেট: এক প্রেম কথা’ তারকা ভূমি বলেন, “ভারতের সব ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের নিয়ম মানা হয় না। কয়েকটি ভাষার বিনোদন ইন্ডাস্ট্রিতে মানা হয়। এই রিপোর্ট যেসব ঘটনা প্রকাশ্যে এনেছে, তা নির্মমতার দৃষ্টান্ত। এই ধরনের ঘটনা যেভাবেই হোক বন্ধ করতে হবে।

উদ্বেগ জানিয়ে ভূমি পেডনেকার বলেন, “মুম্বাইয়ে আমার সঙ্গে আমার এক বোন থাকে, ও কলেজে পড়ে। রাত ১১টার মধ্যে যখন ও বাড়ি না ফিরে তখন ভীত হয়ে পড়ি, ঘাবড়ে যাই। সংবাদমাধ্যমের প্রথম পাতায় শুধু নারীর ওপরে সহিংসতার খবর যখন পড়তে হয়, তখন এতে সমস্যা হয়। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি নিয়মিত ব্যাপার।”

ভূমি পেডনেকার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। গত ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুদাসসার আজিজ নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— অর্জুন কাপুর, রাকুল প্রীত সিং প্রমুখ।

তথ্যসূত্র: দ্য প্রিন্ট

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়