ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১২ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৫২, ১২ মার্চ ২০২৫
স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এক সময় নিয়মিত ছোটপর্দায় অভিনয় করলেও এখন চলচ্চিত্র নিয়ে অধিক ব্যস্ত। ঈদুল ফিতর উপলক্ষে ‘শেষটা তুমি’ শিরোনামে নাটকে অভিনয় করেছেন তিনি।   

মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও নির্মাণে এতে স্পর্শিয়ার প্রেমিকের চরিত্রে দেখা যাবে দুই ভাইকে! দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন— মুশফিক আর ফারহান ও মীর রাব্বী।

নির্মাতা জানান, ‘শেষটা তুমি’ নাটকে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে, একই গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক আর ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের প্রেম নিয়ে তৈরি জটিলতা উঠে এসেছে নাটকের গল্পে। যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার।

আরো পড়ুন:

নির্মাতা মাহমুদ মাহিন মনে করেন, “এটি সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প। গল্পটা বেশ সিরিয়াস। চিত্রনাট্যে অনেক উত্থান-পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি, দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়