ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চটেছেন পরীমণি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:০৫, ১ এপ্রিল ২০২৫
চটেছেন পরীমণি

পরীমণি

মেহেদিরাঙা একটি হাত। একই হাতে স্যালাইনের ক্যানুলা পরানো। বাহারি ডিজাইনে মেহেদির রং নজরকাড়া। সেখানে ইংরেজি হরফে লেখা ‘এস’ বর্ণ। মঙ্গলবার (১ এপ্রিল) চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন; তাতে এমন চিত্র দেখা যায়।

এ ছবির ক্যাপশনে পরীমণি লেখেন— “ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।” ছবিটি দেখে আপাতদৃষ্টিতে মনে হয়, পরীমণি শারীরিকভাবে অসুস্থ। কিন্তু ছবিটি নিয়ে তৈরি হয় চর্চা। প্রশ্ন উঠে, পরীমণি তার হাতে কেন ‘এস’ বর্ণ লিখেছেন? ফলে, টেনে আনা হয় গায়ক শেখ সাদীর নাম। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমও খবর প্রকাশ করে। 

আরো পড়ুন:

পরীমণির এ ছবিকে কেন্দ্র করে শুরু হয় চর্চা


দিনভর বিষয়টি নিয়ে বেশ চর্চা হয়েছে। এরই মধ্যে নীরবতা ভেঙেছেন পরীমণি। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বেশ চটেছেন এই নায়িকা।   

এ স্ট্যাটাসে পরীমণি লেখেন, “জীবনে ফকিরমকিররা যত ব্র্যান্ডিং পাইল পরীর জন্যে! কিছু সংবাদের হেডলাইনে এই ‘বা* আআল ছাআআলদের’ এমন করে আমার ঘাড়ে উঠায়ে দেয়, যেন দেশে আর কোনো গুরুত্বপূর্ণ খবর নাই! ঈদের সিনেমাগুলো রমরমা চলতেছে ওইগুলো নিয়া লিখেন।”

হাতে ‘এস’ বর্ণ লেখার কারণ ব্যাখ্যা করে পরীমণি লেখেন “আমার হাতে ‘এস’ আমি ছোটকাল থেকেই লিখি। ব ল দ গুলা।” পরীমণির এই স্ট্যাটাসের সঙ্গে নেটিজেনদের অনেকে সহমত পোষণ করে মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, “নতুন তো তাই পরীমণির আসল নামও (শামসুন্নাহার স্মৃতি) হয়তো জানেন না।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়