ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নায়ক রুবেলের মৃত্যু গুজব: সোহেল রানার হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:১৬, ৩০ এপ্রিল ২০২৫
নায়ক রুবেলের মৃত্যু গুজব: সোহেল রানার হুঁশিয়ারি

রুবেলের সঙ্গে সোহেল রানা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রুবেলের ‘মৃত্যু’ গুজব ছড়িয়েছে। এমন গুঞ্জন পূর্বেও ছড়িয়েছিল। ফলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রুবেলের বড় ভাই, খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা।

ফেসবুকের বিভিন্ন ফেক আইডি থেকে রুবেলের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। এই গুজবের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করতে সোহেল রানা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, “সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন:

আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সোহেল রানা লেখেন, “আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেওয়া যায়, যদি এমন ধরনের বাজে কথা আবার কেউ প্রচার করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুই ভাইয়ের তোলা একটি স্থিরচিত্র পোস্টে যুক্ত করে এসব কথা লেখেন সোহেল রানা।

দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যায় না রুবেলকে। সর্বশেষ রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ শিরোনামের ওয়েব ফিল্মে অভিনয় করেন। অন্যদিকে, সোহেল রানা অনেক আগেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন। রাজনীতিতে সক্রিয় থাকলেও এখন সেখানেও অনিয়মিত।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়