ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রক্ত, প্রতিশোধ আর ইনসাফ, নতুন রূপে মোশাররফ করিম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৫ মে ২০২৫   আপডেট: ১৮:০৭, ৫ মে ২০২৫
রক্ত, প্রতিশোধ আর ইনসাফ, নতুন রূপে মোশাররফ করিম

এমন লুকে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন মোশাররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সাধারণত হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। এবার ভিন্ন রূপে হাজির হচ্ছেন তিনি। সঞ্জয় সমাদ্দার পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘ইনসাফ’ সিনেমায় তাকে ভয়ংকর ও দানবীয় রূপে দেখা যাবে।

রবিবার (৪ মে) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সিনেমাটির দ্বিতীয় পোস্টার। এতে মোশাররফ করিমের লুক চমকে দিয়েছে ভক্ত-দর্শকদের। প্রকাশিত এ পোস্টারে দেখা যায়, মোশাররফ করিমের চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ— পায়ের নিচে পিষ্ট এক শত্রু। দৃশ্যটাই বলে দিচ্ছে, প্রতিশোধের নেশায় উন্মাদ এক চরিত্রে দেখা যাবে তাকে।

আরো পড়ুন:

পোস্টারের ক্যাপশনে নির্মাতা সঞ্জয় সমাদ্দার লেখেন, “এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!”

আগেই জানা গেছে, ‘ইনসাফ’ হবে একটি অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা। এবারই প্রথম এমন ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে বড় পর্দায় দেখা যাবে দেশের অন্যতম শক্তিমান এই অভিনেতাকে।

সিনেমাটিতে নায়ক চরিত্রে অভিনয় করছেন শরীফুল রাজ, যার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। এই সিনেমার মাধ্যমেই ঢালিউডে পুরোপুরি বাণিজ্যিক নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ফারিণের। ঈদুল আজহায় সিনেমাটি বড় পর্দায় মুক্তির কথা রয়েছে।

গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার, যেখানে রক্তাক্ত কুড়াল হাতে শরীফুল রাজকে দেখা যায়, যার ঠোঁটে মুচকি হাসি আর চেহারাজুড়ে রক্তের দাগ। সব মিলিয়ে ‘ইনসাফ’ এখনই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়