ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা-মা হতে যাচ্ছেন তারকা দম্পতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৬ মে ২০২৫   আপডেট: ১৬:১০, ৬ মে ২০২৫
বাবা-মা হতে যাচ্ছেন তারকা দম্পতি

বিয়ের সাজে বরুণ-লাবণ্য

বিয়ের দেড় বছরের মাথায় বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দিলেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি। মঙ্গলবার (৬ মে) ইনস্টাগ্রাম পোস্টে আনন্দের খবরটি জানান এই দম্পতি।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি। তাতে দেখা যায়, বরুণের হাতটি শক্ত করে ধরে আছেন লাবণ্য। পাশাপাশি ছোট্ট এক জোড়া জুতা। এ ছবির ক্যাপশনে লেখেন, “জীবনের সবচেয়ে চমৎকার চরিত্রটি এখনো আসেনি। খুব শিগগির আসছে।”

আরো পড়ুন:

এরপর থেকে সহকর্মী, ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি। শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে রয়েছেন— কাজল আগরওয়াল, রেজিনা, আদিত্য রায় হায়দারি, রাম চরণের স্ত্রী উপাসনা, রাকুল প্রীত সিং, অভিনেতা নিতিন প্রমুখ।

বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। কয়েকটি সিনেমায় জুটি বেঁধেও অভিনয় করেছেন। ২০১৭ সালে ‘মিস্টার’ সিনেমার শুটিং সেটে তাদের প্রথম পরিচয়। পরবর্তীতে সম্পর্কে জড়ান বরুণ-লাবণ্য। তাদের প্রেম নিয়ে কানাঘুষা কম হয়নি। তবে মুখে কুলুপ এঁটেছিলেন।

২০২৩ সালের ৯ জুন ভারতের হায়দরাবাদে আংটি বদল করেন বরুণ-লাবণ্য। এর মাধ্যমে গুঞ্জনকে বাস্তবে রূপ দেন। একই বছরের ১ নভেম্বর বিয়ে করেন তারা। এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা ইতালিতে হয়েছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়