ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৬ মে ২০২৫   আপডেট: ১৮:০৮, ৬ মে ২০২৫
‘সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না’

জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এরই মধ্যে দুই বাংলার দর্শকদের মন জয় করে দুই দেশেই জিতে নিয়েছেন পুরস্কার। এবার সেই জয়া হাজির হলেন একদম নতুন রূপে। শুধু নায়িকা নন, এবার তিনি প্রযোজকও! সিনেমার নামটাও বেশ জমজমাট— ‘জয়া আর শারমিন’।

লকডাউনের ফাঁদে আটকে থাকা দুই নারীর গল্প বলবে এই সিনেমা। করোনাকালের সেই গৃহবন্দি দিনগুলোতে, সবাই যখন সোফায় গড়াগড়ি করেছে, সেখানে জয়া ঝাঁপিয়ে পড়েছিলেন শুটিংয়ে।

আরো পড়ুন:

পরিচালক পিপলু আর খানের সঙ্গে মিলে বানিয়ে ফেলেন এই সিনেমা, যেখানে দুই ভিন্ন জগতের নারীর বন্ধুত্ব ফুটে উঠবে। একদিকে অভিনেত্রী জয়া, আর অন্যদিকে তার গৃহকর্মী শারমিন— সম্পর্ক রক্তের নয়, তবু এক অন্যরকম বন্ধন।

জয়া নিজেই জানালেন, সব প্রতিশ্রুতি নাকি মিথ্যা, শেষ পর্যন্ত কেউ পাশে থাকে না! তবে বাস্তবে ঠিকই পাশে রেখেছেন তার গৃহকর্মীদের। বলেন, ‘‘আমার মা, ভাইবোন, পোষ্য— যেমন আমার পরিবার, গৃহকর্মীরাও তেমনই।”

এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান আর নুসরাত ইসলাম। প্রযোজনার ভারও ভাগ করে নেন পিপলু আর জয়া নিজেই।

১৬ মে মুক্তি পাবে সিনেমাটি। ঢাকঢোল না বাজালেও, সিনেমাপ্রেমীদের মন ছুঁয়ে যাওয়ার প্রস্তুতি সেরে রেখেছে ‘জয়া আর শারমিন’।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়