ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশ ভালো নেই, কনসার্ট বাতিল করলেন শ্রেয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ১০ মে ২০২৫   আপডেট: ১২:৩০, ১০ মে ২০২৫
দেশ ভালো নেই, কনসার্ট বাতিল করলেন শ্রেয়া

শ্রেয়া ঘোষাল

ভারত-পাকিস্তান হামলা, পাল্টা হামলার ফলে দুই দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে  তার প্রভাব পড়েছে শিল্পীদের মনেও। অনেকেই গানের কনসার্ট বাতিল করে দিচ্ছেন। শুরুটা করেছেন অরিজিৎ সিং। এবার একই পথে হাঁটলেন শ্রেয়া ঘোষাল।

ভারতীয় গণমাধ্যমের তথ্য, গান-বাজনা ছাড়া থাকতে পারেন না শ্রেয়া। সঙ্গীত, সুর তার শ্বাস-প্রশ্বাসে জড়িয়ে। অথচ তিনি আপাতত গানের জলসা থেকে দূরে। অনুজ সহশিল্পী অরিজিৎ সিংহের মতোই সঙ্গীতানুষ্ঠানে যোগ দিচ্ছেন না শ্রেয়া ঘোষাল। ১০ মে মুম্বাইয়ে, নিজের শহরে গান শোনানোর কথা ছিল তার। শুক্রবার সমাজমাধ্যমে তিনি লম্বা পোস্ট দিয়ে জানিয়েছেন, আপাতত গান-বাজনা শোনানোর মতো দেশের পরিস্থিতি নেই। এজন্য তিনি মঞ্চানুষ্ঠান থেকে দূরে। তার কাছে দেশ আগে, জলসা পরে।

আরো পড়ুন:

এরই মধ্যে যারা টিকিট কিনে ফেলেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে এ কথা জানাতেও ভোলেননি শ্রেয়া। 

শ্রেয়া লিখেছেন, ‘‘নিজের শহরের অনুষ্ঠান বাতিল করতে খুবই কষ্ট হয়। কিন্তু সেটাই আপাতত করতে হচ্ছে। কারণ, গান গাওয়া বা শোনার মতো পরিবেশ দেশে নেই। দুই দেশ আগে শান্ত হোক। তারপর বাকি সব।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়