ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘খালেদা আক্তার কল্পনা ম্যাডামের ছেলের চরিত্রে অভিনয় করতে চাই’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১১ মে ২০২৫   আপডেট: ১৪:২৯, ১১ মে ২০২৫
‘খালেদা আক্তার কল্পনা ম্যাডামের ছেলের চরিত্রে অভিনয় করতে চাই’

খালেদা আক্তার কল্পনা, নিলয় আলমগীর

আজ বিশ্ব মা দিবস। মাকে ভালোবাসার জন্য বিশেষ দিনক্ষণের প্রয়োজন না থাকলেও সম্মান জানানোর জন্য বছরের এই দিন উদযাপন করা হয়। বিশেষ এই দিনে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর পর্দার মায়েদের নিয়ে কথা বলেছেন। 

নিলয় আলমগীর বলেন, “পারিবারিক গল্পের নাটকে মা-সন্তানের চরিত্রের বেশ ভূমিকা থাকে। এখন যারা মায়ের চরিত্রে অভিনয় করেন, তাদের সবার সঙ্গেই আমার কাজ হয়েছে। তাদের মধ্যে মনিরা মিঠু আপু, সাবেরী আলম আপু, চিত্রলেখা গুহ দিদি, শেলী আহসান আপু— উনাদের সঙ্গেই আমার বেশি কাজ হয়েছে।” 

আরো পড়ুন:

মনিরা মিঠুর সঙ্গে অভিনয়ের অবিজ্ঞতা ব্যাখ্যা করে নিলয় আলমগীর বলেন, “মিঠু আপুর অভিনয়ের আলাদা একটা শক্তি আছে। খুব সহজেই দর্শক তাকে গ্রহণ করে নেন। শুটিংয়ের বিরতিতে আমরা খুব মজা করি। যখনই অভিনয়ে প্রবেশ করেন তখন তিনি পুরো অন্য রকম। আবেগঘন দৃশ্যে সত্যিকারের মা-ছেলে হয়ে যাই। অন্যদের সঙ্গেও একই অভিজ্ঞতা হয়।” 

খালেদা আক্তার কল্পনার ছেলের চরিত্রে অভিনয়ের ইচ্ছা ব্যক্ত করে নিলয় আলমগীর বলেন, “আমি খুবই সৌভাগ্যবান যে, উনারা সবাই আমাকে খুব পছন্দ করেন। আমার ক্যারিয়ারের বিশেষ নাটক ‘সোনার পাখি রূপার পাখি’-তে মা হয়েছিলেন খালেদা আক্তার কল্পনা ম্যাডাম। তখন আমার সঙ্গে উনার ভালো যোগাযোগ ছিল। এখন আর সেভাবে যোগাযোগ হয় না। জানি না উনি এখন অভিনয় করেন কি না। পরিচালকরা যদি চান, আমি আবার উনার ছেলের চরিত্রে অভিনয় করতে চাই।”

“শুটিংয়ের বাইরে সবার সঙ্গেই আমার যোগাযোগ হয়। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার চেষ্টা করি। তাছাড়া আমরা যারা নাটক করি, তারা একটা পরিবার। পরিবারের সবাই সবার খোঁজ-খবর রাখবে এটাই স্বাভাবিক।” বলেন নিলয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়