ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারকাদের ছক্কার লড়াই: সেলিব্রেটি চ্যাম্পিয়ন ট্রফি জয় গিগাবাইট টাইটান্সের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১০, ১৪ মে ২০২৫   আপডেট: ০২:৫২, ১৪ মে ২০২৫
তারকাদের ছক্কার লড়াই: সেলিব্রেটি চ্যাম্পিয়ন ট্রফি জয় গিগাবাইট টাইটান্সের

মঙ্গলবার জমজমাট ফাইনালে ৯ উইকেটের দাপুটে জয় নিয়ে শিরোপা জিতেছে গিগাবাইট টাইটান্স।

সেলিব্রেটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ জিতে নিয়েছে গিগাবাইট টাইটান্স।

মঙ্গলবার (১৩ মে) জমজমাট ফাইনালে ৯ উইকেটের দাপুটে জয় নিয়ে শিরোপা জিতেছে দলটি। হইহুল্লোড় করে এই জয় উদযাপন করেছেন বিজয়ী তারকারা।

এর মধ্যে দিয়ে সেলিব্রেটি চ্যাম্পিয়ন ট্রফির পর্দা নামল এবারের মতো।

ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া ফাইনাল ম্যাচে গিগাবাইট টাইটান্সের প্রতিপক্ষ ছিল স্বপ্নধরা স্পারটান্স। প্রথমে ব্যাট করে স্পারটান্স ১৩৮ রানের টার্গেট দেয়। জবাবে নির্ধারিত ওভারের অনেক আগেই ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় গিগাবাইট টাইটান্স।

চ্যাম্পিয়ন দল গিগাবাইট টাইটান্সে ছিলেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদসহ আরো অনেকে। দলের মেন্টরের দায়িত্বে ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্যদিকে রানার্সআপ স্বপ্নধরা স্পারটান্সের নেতৃত্বে ছিলেন গিয়াস উদ্দিন সেলিম।

তারকার মেলায় জমজমাট আয়োজন
পুরো টুর্নামেন্টেই ছিল তারকার ছড়াছড়ি। চারটি দল— গিগাবাইট টাইটান্স, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স এই আসরে অংশ নেয়। খেলোয়াড়দের মধ্যে ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, তানহা তাসনিয়া, সায়রা জাহান আক্তার, সিনথিয়া, আলিশার তারকারা।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনসহ অনেকেই।

ম্যাচের মধ্যেই দেখা মিলেছে ভিন্ন এক চমকের। বিরতিতে উন্মোচন করা হয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘নাদান’-এর পোস্টার। ঘোষণা দেওয়া হয়, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ছবিটি।

সেলিব্রেটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ সরাসরি সম্প্রচার করে টি-স্পোর্টস। খেলার মাঠে তারকা, বিনোদন ও ক্রিকেট— এই তিনের সমন্বয়ে তৈরি হয়েছিল এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

ঢাকা/রাহাত/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়