ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবার একসঙ্গে আমির-হিরানি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৫ মে ২০২৫  
আবার একসঙ্গে আমির-হিরানি

রাজকুমার হিরানি, আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও গুণী নির্মাতা রাজকুমার হিরানি। ২০০৯ সালে হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অভিনয় করেন আমির। সিনেমাটি মুক্তির পর ইতিহাস রচনা করে। পাঁচ বছর বিরতি নিয়ে এ জুটি নিয়ে আসেন ‘পিকে’। এ সিনেমা মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া নতুন করে বলার কিছু নেই। 

তারপর দীর্ঘ ১১ বছর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি আমির খান ও রাজকুমার হিরানিকে। বিরতি ভেঙে ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই দুই গুণী। দাদাসাহেব ফালকের বায়োপিকে দেখা যাবে তাদের। খবর এনডিটিভির। 

আরো পড়ুন:

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দাদাসাহেব ফালকের জীবন ও তার চলচ্চিত্রে অবদানের কাহিনি সিনেমাটিতে তুলে আনা হবে। ভারতের স্বাধীনতাসংগ্রামের পটভূমিতে নির্মিত হবে, যেখানে দেখানো হবে কীভাবে শূন্য থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ সিনেমাশিল্পের ভিত্তি স্থাপন করেন তিনি।

দীর্ঘ চার বছর বায়োপিকটির চিত্রনাট্য নিয়ে কাজ করেন রাজকুমার হিরানি। তার সঙ্গে রয়েছেন আরো তিনজন। তারা হলেন— হিরানির দীর্ঘ দিনের সহযোগী অভিজাত যোশী, লেখক হিন্দুকুশ ভারতবংশী ও অবিষ্কার ভারতবংশী। সিনেমাটির সময়কালের যথাযথ চিত্রায়ণের জন্য লস অ্যাঞ্জেলেসের ভিএফএক্স স্টুডিওগুলো কাজ করবে।

দীর্ঘ বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন আমির খান। আগামী ২০ জুন সিনেমাটি মুক্তি পাবে। এরপর থেকে বায়োপিকের জন্য প্রস্তুতি শুরু করবেন আমির। আগামী অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়