ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

তিশা এখন সংখ্যা নয়, মানে বিশ্বাসী

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১৭ মে ২০২৫  
তিশা এখন সংখ্যা নয়, মানে বিশ্বাসী

এক সময় টেলিভিশনের পর্দা খুললেই চোখে পড়ত তার মুখ। নাটক, টেলিছবি, বিজ্ঞাপন—সবখানেই ছিল নিয়মিত উপস্থিতি। বলছি, তানজিন তিশার কথা। এখন আর তাকে আগের মতো নিয়মিত দেখা যায় না। তবে যখনই পর্দায় আসেন দর্শকের জন্য ভিন্ন কিছু উপহার দেন। 

শুক্রবার এক পুরস্কার অনুষ্ঠানে দেখা মিলল তানজিন তিশার। পরিপাটি সাজ, আত্মবিশ্বাসী হাসি আর পরিণত চিন্তাধারায় যেন আরও পরিপক্ব একজন শিল্পী। সেখানেই তিনি জানালেন তার বর্তমান কাজের দর্শন- ‘‘বেশি কাজ নয়, মানসম্মত কাজ করতে চাই।’’

এই কথার ভেতরেই লুকিয়ে আছে অনেক অনুশীলন, অনেক অভিজ্ঞতা, অনেক ব্যথা আর ভালোবাসা। তিশার কথায়, “আমরা যারা অভিনয়শিল্পী, তারা বছরে অনেক কাজ করি। এর মধ্যে কোনো কাজ যদি আলাদা করে দর্শকের মনে দাগ কাটে, প্রশংসা পায় তবেই সার্থকতা। ‘ঘুমপরী’ ঠিক তেমনই একটি কাজ। এই ফিল্মটি করে আমি নিজের ভেতরেও নতুন কিছু আবিষ্কার করেছি।’’

‘ঘুমপরী’ নামের ওয়েব ফিল্মটি মুক্তি পায় গত ২০ ফেব্রুয়ারি। প্রীতম হাসানের সঙ্গে রসায়ন, গল্পের নতুনত্ব— সব মিলিয়ে দর্শক প্রশংসা করেন কাজটির। তিশার কণ্ঠে এখনও এই কাজের রেশ। তিনি বলেন, “বলতে পারেন, আমি এখনো ‘ঘুমপরী’ থেকে পুরোপুরি বের হতে পারিনি।”

তবে এখন আর কাজের সংখ্যায় দৌড়ান না তিনি। গল্প ভালো না লাগলে ‘না’ করে দেন। আগে পরিকল্পনা করেন, ভেতর থেকে চরিত্রটিকে অনুভব করেন, তারপর যুক্ত হন। তিশা বলেন, “আমি চেষ্টা করি কম কাজ করতে, কিন্তু সেই কাজগুলো যেন দর্শকের মনে থাকে। ঈদের জন্য যেসব কাজ করেছি, সেগুলোর মান নিয়ে আমি সন্তুষ্ট। আশাকরি দর্শকরাও তেমন কিছু পাবে।”

এই নতুন তিশা চিন্তাশীল, পরিণত, আত্মবিশ্বাসী। তিনি জানেন, প্রতিটি কাজই শিল্পীর জীবনের অংশ। তাই সেটি হতে হবে মন ছুঁয়ে যাওয়ার মতো।

ঢাকা/রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়