ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনয় আমার ফুলটাইম প্রফেশন না: মিথিলা

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১৭ মে ২০২৫  
অভিনয় আমার ফুলটাইম প্রফেশন না: মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশ এবং কলকাতার পরিচিত মুখ। এই পরিচয় অভিনয় দিয়ে। যদিও তিনি মূলত উন্নয়নকর্মী। এ কারণেই অভিনয় নিয়ে দীর্ঘমেয়াদি বা বড় কোনো পরিকল্পনা করার সুযোগ পান না বলে জানিয়েছেন এই তারকা।

শুক্রবার রাতে একটি অ্যাওয়ার্ড শোতে উপস্থিত হয়ে মিথিলা বলেন, “অনেকেই জানেন আমি একজন উন্নয়নকর্মী। এটা আমার ফুলটাইম চাকরি। সেখানে আমাকে বেশি সময় দিতে হয়। পাশাপাশি অভিনয় করি। তাই অভিনয় নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারি না।”

সাম্প্রতিক কাজ নিয়েও কথা বলেন তিনি। মিথিলা জানান, “গত ঈদে আমার ‘অ্যালেন স্বপন টু’ মুক্তি পেয়েছে। এটা নিয়ে দর্শকের কাছ থেকে প্রতিক্রিয়া ভালোই পাচ্ছি। এছাড়া সম্প্রতি দীপ্ত টেলিভিশনের একটি ট্যালেন্ট শো-এর কাজ শেষ করেছি, যেখানে আমি বিচারক হিসেবে ছিলাম। এই শোয়ের মাধ্যমে আমরা কিছু নতুন মুখ পেয়েছি।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে ভালো প্রস্তাব পেলে অবশ্যই অভিনয় করবো।”

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়