পরিস্থিতি-ব্যবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন: বাঁধন

নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে জোর চর্চা চলছে সারা দেশে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টিকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফারিয়ার ঘটনা নিয়ে ‘উদ্বিগ্ন’ বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রীও।
সোমবার (১৯ মে) বাঁধন তার ভেরিফায়েড ফেসবুকে ফারিয়ার একটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, “কি লজ্জা! ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জনগণের সঙ্গে যা করেছে, তার সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই। আমি পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণ ব্যাপার। কিন্তু এটি সত্যিই গ্রহণযোগ্য নয়।”
বাঁধনের এ পোস্টে অসংখ্য মন্তব্য পড়েছে। সেখানেও একাধিক শিবিরে ভাগ হয়ে নানা মন্তব্য করছেন। এসব কর্মকাণ্ড নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেছেন।
গতকাল দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।
২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘আশিকি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর শুরু হয় একের পর এক সিনেমায় কাজ করার অধ্যায়।
‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘অপারেশন সুন্দরবন’, ‘বস ২’, ‘বিবাহ অভিযান’— প্রায় প্রতিটি কাজেই তিনি চেষ্টা করেছেন নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। ২০২৩ সালে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া।
শুধু নায়িকা হিসেবেই নয়, ফারিয়া নিজেকে মেলে ধরেছেন গায়িকা ও মডেল হিসেবেও। ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে অনলাইনে ঝড় তোলেন। আবার ‘ডোর’ ফ্যাশন হাউজের ব্র্যান্ড মডেলসহ নানা বিজ্ঞাপনচিত্রে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন পরিচিত মুখ হিসেবে।
ঢাকা/শান্ত